অন্তর আহমেদ, নওগাঁঃ নৃত্য রং একাডেমি নওগাঁ’র আয়োজনে “নুপুরের ছন্দে মাতি আনন্দে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১০ই ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪ সময় শহরের নওগাঁয় বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ চত্বরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মুক্তমঞ্চে গুণিজন সম্মাননা ও কথক নৃত্য সন্ধ্যার অনুষ্ঠিত হয়। নৃত্য রং একাডেমি, নওগাঁর আয়োজনে সভাপতিত্ব করেন, মোর্শেদা বেগম শিল্পী সভাপতি, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, নওগাঁ জেলা শাখা। সঞ্চালনা করেন, নৃত্য রং একাডেমি, নওগাঁর পরিচালক লিজা সুলতান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহীন মনোয়ারা হক, সংসদ সদস্য (সাবেক) ও সহ-সভাপতি নওগাঁ জেলা আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ ময়নুল হক দুলদুল সভাপতি আবৃত্তি পরিষদ, নওগাঁ, কায়েস উদ্দিন সভাপতি নওগাঁ জেলা প্রেস ক্লাব, নওগাঁ, প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান অধ্যক্ষ (অবঃ)
নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ,এস এম শামছুল আলম বিশিষ্ট সমাজ সেবক, আতাউর রহমান সভাপতি বিসিডিএস, নওগাঁ জেলা শাখা, অ্যাডঃ ডি.এম. আব্দুল বারী সভাপতি একুশে পরিষদ নওগাঁ, মৌদুদুর রহমান কল্লোল ভূমি সহকারী কর্মকর্তা, নওগাঁ, উত্তম সরকার সভাপতি, মানবাধিকার নাট্য পরিষদ, নওগাঁ জেলা শাখা,মলয় চক্রবর্তী বিশিষ্ট সমাজ কর্মী, মানবতাবাদী রোটা, চন্দন কুমার দেব সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার, নওগাঁ,সুবল চন্দ্র মন্ডল প্রশাসনিক কর্মকর্তা (AO) নওগাঁ জেলা প্রশাসন, হাসমত আলী সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, নওগাঁ জেলা শাখা, হুসাইন মোঃ আনোয়ার পারভেজ জোহা পরিচালক, সালসাবিল ট্রেডার্স, নওগাঁ ও রাজশাহী, মাগফুরুল হাসান বিদ্যুৎ সাধারণ সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নওগাঁ জেলা শাখা।