ফকিরহাটে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

IMG_20240211_223854.jpg
মেহেদী হাসান নয়ন, বাগেরহাটঃ  বাগেরহাটের ফকিরহাট থেকে পাঁচ কেজি গাঁজসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল।  গ্রেপ্তারকৃত ওই নারী মাদক কারবারি সুমি আক্তার ওরফে বকুল (৩০) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাদুরতলা গ্রামের মো. দুলাল হোসেনের স্ত্রী।  রোববার (১১ ফেব্রুয়ারী) ভোরে ফকিরহাট উপজেলার টাইন-নওয়াপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদে জানতে পারি ফকিরহাট উপজেলার টাউন-নওাপাড়া
এলাকায় এক নারী মাদক কারবারি গাঁজা নিয়ে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল রোববার ভোর ৬টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।  অভিযানে নারী মাদক কারবারি সুমি আক্তার ওরফে বকুলকে গ্রেপ্তার করি।  এসময় তার কাছে থাকা পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়। তিনি আরো জানান, ওই নারী দীর্ঘদিন যাবৎ এ পেশার সাথে জড়িত ছিলেন।  এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে ফকিরহাট থানায় মামলা মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top