জয়পুরহাট র‍্যাব-৫ কর্তৃক ১ জন মাদক কারবারি গ্রেফতার

IMG_20240210_204052.jpg
 মনোয়ার হোসেন   জয়পুরহাট ::::::   জয়পুরহাটের রুপ নগর এলাকা থেকে ট্যাপেন্টাডলসহ ০১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে র‌্যাব-৫
১০ ফেব্রুয়ারি(শনিবার) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল জয়পুরহাট জেলার সদর থানাধীন রুপ নগর এলাকা হতে ২১ পিচ ট্যাপাটাডলসহ মাদক ব্যবসায়ী  মাবুদ হাসান কে গ্রেফতার করে। গেফতারকৃত মাবুদ হাসান জয়পুরহাট সদর উপজেলার আদর্শপাড়া গ্রামের  উজ্জল হাসানের ছেলে। গ্রেফতারকৃত আসামী মাবুদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার
বিভিন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এই সংবাদের ভিত্তিত গত কয়কদিন ধর র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবক্ষণ শুরু উক্ত আসামীকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন রুপনগর এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতি উক্ত আসামিক তল্লাশি করলে তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২১ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার করে। আসামীক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করত জয়পুরহাট সদর থানায় প্রেরন  করা হয়  ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top