বটিয়াঘাটায় টিক টকের কারণে দু’সন্তানের মা-নিরুদ্দেশ

মহিদুল ইসলাম (শাহীন)খুলনাঃ খুলনা বটিয়াঘাটায় দুই শিশু সন্তানকে নিয়ে বাবা পথে পথে ঘুরছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বুজবুনিয়া এলাকায়। স্হানীয় সরোয়ার শেখের কন্যা মমতাজ বেগম(২৬) ২ পুত্র সন্তানের জননী। সে ১২ বছর সংসার ফেলে টিক টক পরকিয়ায় প্রথম স্বামী কাবিদুল এর সংসার থেকে পালিয়ে মোল্লাহাট থানা বাগেরহাট জেলার নিকা্হ রেজিস্টার খন্দকার ইহসানুল আলম এর মাধ্যমে মোল্লাহাট থানার তাকিবুর শিকদারের সাথে ৫০,০০০/- টাকা কাবিননামা ধার্য করে ১৯/০২/২০২৩ তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়,

এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। প্রথম স্বামী ক্ষুদ্র মাছ বিক্রেতা দুই সন্তান নিয়ে বিপাকে পড়ে শ্বশুর বাড়ির লোকজনের সাথে বিভিন্ন সময় কথা বলেন তারই জের ধরে প্রথম স্বামীর কাবেদুল এর বাড়িতে অনাধিকার প্রবেশ করে মালামাল লুঠ ও বসতঘরে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতপরশু সোমবার রাত সাড়ে ১১টার দিকে।এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় একটি মামলা হয়। মামলা নং ১০/২১, ঘটনার সাথে জড়িত ৪ জন এর মধ্যে বটিয়াঘাটা থানা পুলিশ ৩জনকে আটক করেছে । ধৃতরা হলেন ওই এলাকার সরোয়ার শেখের কন্যা মমতাজ বেগম(২৬), পুত্র জুয়েল শেখ(২০) ও সাদেক শেখের পুত্র সরোয়ার শেখ। এ ঘটনায় ভুক্তভুগি বুজবুনিয়া এলাকার মোঃ মহরআলী মোল্লার পুত্র

কাবেদুল মোল্লা(৩২) । উল্লেখ্য মমতাজ বেগমের সাথে একই এলাকার কাবেদুল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কাবেদুল বলেন আনুমানিক ১১ থেকে ১২ বছর আগে আমাদের বিবাহ হয়। পরবর্তী তাদের ঘরে দু’টি পুত্র সন্তানের জন্ম হয়। এক পর্যায়ে তার স্ত্রী পরকিয়া করে পালিয়ে গিয়ে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে,কাবেদুল বলেন আমাকে তালাকনামা পাঠিয়ে দেয়। মমতাজ সহ আরো সহযোগীরা আমার বাড়িতে হঠাৎ এসে মালামাল লুঠ করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে বসত ঘরে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে। আমি দুটি সন্তান নিয়ে পথে পথে ঘুরছি, আমি এর সুস্থ বিচার চাই,আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষ ও মাননীয় প্রধান মন্ত্রীর কাছে এর সুস্থ বিচার চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top