আব্দুল খালেক সুমনঃ ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নে গ্রীন অরণ্য পার্কের শাজাহান মিয়া ও তার পরিবারের উপর হামলার ঘটনায় ০৩ জনকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। গত রবিবার শাজাহান মিয়া নামের এক ব্যক্তি তার পরিবার নিয়ে ভালুকা থানাধীন এলাকায় গ্রীন অরণ্য পার্কে বেড়াতে গেলে গ্রীন অরণ্য পার্ক কর্তৃপক্ষ শাজাহান ও তার পরিবারের উপর হামলা, লুটপাট, গাড়ী ভাংচুর ও শাজাহান মিয়া ও তার পরিবারকে অবরোধ করে রাখার ঘটনায় মঙ্গলবার দুপুরে শাজাহান মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত
অভিযোগ দায়ের করে। বুধবার সকালে ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ এর নির্দেশে ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম, আলোচিত ঘটনায় হামলাকারীদের মোঃ হাসান চৌধুরী, মোঃ আতিয়ার রহমান ও মোঃ আবু নাইমকে গ্রেফতার করা হয়। ভালুকা মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দ জানান হামলার ঘটনায় মামলা দায়ের পর ২৪ ঘন্টার মধ্যে ৩ আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। বাকীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।