দিঘলিয়ায় বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ৮ ফেব্রুয়ারি

IMG_20240206_180534.jpg

ওয়াহিদ মুরাদ,খুলনাঃ আগামী ৮ফেব্রুয়ারি খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের অধিবাসী বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ স্মরণে ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।সকাল ১০ টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে এই ক্যাম্প। বিনামূল্যে যে-সব রোগের চিকিৎসা

করা হবে তা হলো- নাক কান গলা রোগ, ডায়াবেটিস ও চোখের যাবতীয় রোগ। উল্লেখিত চিকিৎসা গ্রহণে আগ্রহীদের আগামী ৭ ই ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নিম্নবর্ণিত স্থানগুলিতে রেজিস্ট্রেশন করা যাবে: আলহাজ্ব সারোয়ার খান কলেজ অফিস , সরকারি সেনহাটী মাধ্যমিক বিদ্যালয় অফিস, সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় অফিস ও বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ নজির আহমেদ এর বাসভবন। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ কৃষি সচিব ওয়াহিদা আক্তার এর পিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top