সেলিম খানের স্বরণ সভায় কান্নায় ভেঙে পড়েন বিধায়ক সহ তৃনমূল দলের নেতৃত্ব

IMG_20240203_201513.jpg
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ   আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার দলীয় অফিসে প্রয়াত মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অন্যতম নেতা সাবেক জেলা পরিষদের করমধক্ষ্য এবং পঞ্চায়েত সমিতি র সদস্য সেলিম খানের স্বরণ সভায় তাঁর জীবনের কর্মকাণ্ড পরিচালনা ও দলীয় অনুগত নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে সাবেক পশ্চিম বাংলা র মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী ও বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। তিনি বলেন সেলিম খান তার দীর্ঘদিনের বন্ধু ও দলীয় সঙ্গী হিসেবে কাজ করে গেছেন। তার প্রতি অনুগত ছিল তা ভাষায় প্রকাশ করা যাবে। বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা বলেন, তিনি বহু দলীয় নেতা ও কর্মী তৈরি করেছেন। এবং বহু নেতা ও কর্মী তার সাথে বেইমানি করে চলে গেছেন। কিন্তু সেলিম খান জীবনের শেষ দিন পযন্ত তার সাথে ছিলেন। সেলিম খানের মৃত্যু তে অনেক ক্ষতি হয়ে গেছে মগরাহাট
পশ্চিমের রাজনীতি তে। তার স্মৃতি স্বরণ সভায় যখন তার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। আজকের এই স্বরণ সভায় বক্তব্য রাখেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য এবং সাবেক শিক্ষা কর্মধক্ষ্য ও পশ্চিম বাংলা র এস টি এবং ওবেসি সেলের নেতা নুরুজ্জামান সেখ ওরফে মন্টু বলেন যে সেলিম খান তার বড় দাদার মতো তার বহু কর্মকান্ডের সাথে তিনি জড়িত। তার সাথে বহু জন উন্নয়ন মূলক কাজ করেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য মারুফ লস্কর ও সঙ্গীতা হালদার এবং জেলা পরিষদের সদস্য নুর খাতুন বিবি এবং সিরাকোল অঞ্চল প্রধান আবদুর রহিম মোল্লা এবং তৃনমূল দলের অন্যতম নেতা সাজিদুল গায়েন এবং আই এন টি ইউ সি নেতা ফিরোজ উদ্দিন পুরকাইত। এবং তৃনমূল দলের মগরাহাট পশ্চিমের ব্লক যুব নেতা নাজবুল দপ্তরি এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের নেতৃত্ব। আজকের সেলিম খানের স্বরণ সভা টি পরিচালনা করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের স্পিকার মুজিবুর রহমান মোল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top