ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে নওগাঁয় মোমবাতি প্রজ্বলন

IMG_20240201_204614.jpg
অন্তর আহমেদ, নওগাঁঃ  নওগাঁয় ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে মোমবাতি জ্বালিয়ে শহীদ মিনারে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, নওগাঁ জেলা শাখা। প্রতিবারের ন্যায় মুক্তির মোড় নওগাঁ জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধা ছয়টার সময় এ আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, নওগাঁ জেলা শাখা।  জোটের সভাপতি হাসমত আলি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিজা প্রামানিক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি সুভল চন্দ্র মন্ডল, আব্দুল হাই সিদ্দিকী সিটু, সুষমা নূর সাথী, প্রচার সম্পাদক, মেহেদী হাসান, দপ্তর সম্পাদক, রাজিয়া সুলতানা,
আইন বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান বাঁধন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এসময় সভাপতি হাসমত আলি বলেন, ভাষা আন্দোলনের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, নওগাঁ জেলা শাখা অঙ্গীকার পূরণে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। ভাষার মাসকে বরণের মাধ্যমে তরুণ প্রজন্ম যেন বাঙালির ইতিহাস-ঐতিহ্যকে লালন করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় কাজ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top