কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সন্ধ্যায় মারা গেছেন এককালের ভারতের জাতীয় কংগ্রেসের নেতা এবং বর্তমান মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অন্যতম নেতা এবং সাবেক জেলা কর্মধক্ষ্য ও পঞ্চায়েত সমিতি র সদস্য সেলিম খান। মৃত্যু কালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫,বৎসর। তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ডানপন্থী রাজনীতি র সাথে যুক্ত ছিলেন। তিনি একসময় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর খাদ্যের করমধক্ষ্য ছিলেন। এবং দীর্ঘদিন ধরে রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি র ও জেলা পরিষদের সদস্য নির্বাচিতছিলেন। প্রায়াত সেলিম খান বর্তমান মগরাহাট পশ্চিমের বিধায়ক ও সাবেক পশ্চিম বাংলা র মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা র কাছের লোক ছিলেন। তিনি তার এলাকার জন উন্নয়নের লক্ষ্যে কাজ করে
গেছেন জীবনের শেষদিক পযন্ত। তার অকাল মৃত্যুর পর মগরাহাট পশ্চিমে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবর পেয়ে ছুটে যান মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান সব্যসাচী গায়েন এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান হাজি মোবারক মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পূরত করমধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অন্যতম নেতা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর আধিকারিক আশিক ইকবাল। সেই সঙ্গে তাঁর মৃত্যু তে গভীর শোক প্রকাশ করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা
পরিষদের স্পিকার মুজিবুর রহমান মোল্লা এবং পশ্চিম বাংলা র এস টি ও ওবেসি সেলের নেতা এবং মগরাহাট পশ্চিমের পঞ্চায়েত সমিতি র সদস্য নুরুজ্জামান সেখ ও মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা এবং যুবনেতা নাজমুল দপ্তরি এবং মগরাহাট পশ্চিমের ব্লক শ্রমিক শ্রেণীর নেতা ফিরোজ পুরকায়স্থ এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর অন্যান্য সদস্যরা এবং মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতৃত্ব। সেই সঙ্গে মগরাহাট পশ্চিমের বামফ্রন্ট এবং ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তার মৃত্যু তে গভীর শোক প্রকাশ করেন। আজ আসর বাদ তার নিজের বাড়ি আলমপুরে জানাজা এবং দাফন করা হয়।।