খুবি উপাচার্যের সাথে অফিসার্স কল্যাণ পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

IMG_20240201_222636-scaled.jpg

সাগর কুমার বাড়ৈই খুলনাঃ  খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে আজ ০১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেছেন অফিসার্স কল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি দীপক চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম হাওলাদারসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।  উপাচার্য নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাদের কর্মমেয়াদের সাফল্য কামনা করেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ ভৌত অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

 

তাদের কর্মদক্ষতার কারণে এখন বিশ্ববিদ্যালয়ের ৮৯% কাজ ডি-নথির মাধ্যমে সম্পন্ন হচ্ছে। যা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি। তিনি আরও বলেন, কর্মকর্তাদের নিজেদের মধ্যে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে হবে। দলমত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে হবে। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। একই সাথে উপাচার্য আইনের মধ্যে থেকে চলতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। অপরদিকে অফিসার্স কল্যাণ পরিষদের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার অমিত রায় চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তাঁরাও নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং তাঁদের কর্মমেয়াদের সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top