ছাগল ও ভেড়া পালন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  

IMG_20240128_225905.jpg
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরাঃ  শ‍্যামনগর মুন্সীগঞ্জ বে-সরকারি সংস্থা এর কার্যলয়ে (২৮ জানুয়ারী) রবিবার সকাল দশটায় গাবুরা ইউনিয়নের দুই টি (২ এবং ৩) ওয়ার্ডের বিশ জন নারীদের মধ্যে ছাগল ও ভেড়া পালন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয় এবং পরবর্তিতে তাদের উপকরণ সহায়তা প্রদান করা হবে বলে নিশ্চয়তা প্রদান করা হয়। খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি), বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন‍্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মান প্রকল্প এর সহযোগিতায় এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন  সপন বিশ্বাস
ইউপি সদস্য ৯ নং ওয়ার্ড বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ। প্রশিক্ষণটি সহায়ক হিসেবে পরিচালনা করেন শ্যামনগর উপজেলা প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সৌরভ মল্লিক। প্রশিক্ষাণার্থিরা এই প্রশিক্ষণের মাধ্যমে নিজ বাড়ীতে ছাগল/ভেড়া পালন করে তাদের জীবন মানের পরিবর্তন করতে পারবে বলে তাদের অভিব্যাক্তি প্রকাশ করেন। এই প্রশিক্ষণে উপস্থিত থেকে সার্বিক তত্তাবধায়ন করেন উক্ত প্রকল্পের প্রকল্প ব্যাবস্থাপক এস এম মনোয়ার হোসেন এবং সহযোগিতা প্রদান করেন  আবুল হাশেম মিয়া, ফিল্ড সুপারভাইজার এবং ক্যাপাসিটি বিল্ডিং অফিসার ও অন্যান্য মাঠ সংগঠক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top