রেজাউল ইসলাম শাফি,কুলাউড়াঃ কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের সামাজিক সংগঠন মদিনাবাহী কাফেলার উদ্যোগে দু দিনব্যাপী আন্তঃ উপজেলা হিফজুল কুরআন প্রতিযোগীতা ২২ ও ২৩ জানুয়ারী সোম ও মঙ্গলবার চৌধুরী বাজার মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।
প্রথম দিনে চৌধুরী বাজার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল বাশারের স্বাগতিক বক্তব্যের মাধ্যমে বাছাই পর্বের কার্যক্রম শুরু হয়। ২ দিন ২৩ জানুয়ারী চুড়ান্ত পর্ব শুরু হয় সকাল ৯ টা থেকে। প্রতিযোগিতা শেষে বেলা ২ টায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী সৈয়দ লিয়াকত আলীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ তাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যন কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যন আলহাজ্ব এ এস এম জামান মতিন।চৌধুরী বাজার গাউছিয়া সুন্নিয়া কুতুব শাহ আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল বাশার, সামাজ সেবক সৈয়দ ইকবাল সালাম,
ইউপি সদস্য আনু মিয়া,চৌধুরী বাজার মাদ্রাসার ব্যবস্হাপনা কমিটির শিক্ষানুরাগী সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ রুহুল আমিন। সামাজ সেবক সাইফুল ইসলাম কুতুব।প্রতিযোগী সকল মাদ্রাসার পক্ষে বক্তব্য রাখেন রেজাউল করিম।মদিনাবাহী কাফেলার সহ সম্পাদক হাফিজ সাজিদ আলী,সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ শামীম।রায়হাত আহমদ। হামদ ও নাত পরিবেশন করেন সংগঠনের সদস্য আকবর আলী।প্রতিযোগীতায় উপস্হাপকে দায়িত্বে ছিলেন সৈয়দ হাবিবুর নূর।
পরিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন ইয়াকুবিয়া বোর্ডের সদস্য হাফিজ মাওলানা কবি আকমল হোসেন।হাফিজ রায়হান আহমদ ও হাফিজ রায়হানুর রহমান। উপজেলা ১৪টি হাফিজিয়া মাদ্র্সার ৩৯ জন প্রতিযোগী প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন।ক বিভাগে ১ম হয়েছেন লংলা রাশিদিয়া সমশেরিয়া হাফিজিয়া
মাদ্রাসার ছাত্র তানভীর খান।২য় হয়েছেন দি কোরাআনিক হোম ভাটেরার ছাত্র তাহমিদ সিদ্দিকী। ৩য় হয়েছেন আলালপুর হাফিজিয়ার ছাত্র গুলজার হোসেন সাদি।খ বিভাগে ১ম হয়েছেন লংলা রাশিদিয়ার সমশেরিয়ার ছাত্র মোঃ রাব্বি ইসলাম।২য় হয়েছেন দি কোরআনিক হোম ভাটেরার রাহিম আহমদ মিটু।৩য় হয়েছে আলাল পুর হাফিজিয়ার ছাত্র আব্দুল হালিম মিজান।গ বিভাগে ১ ম হয়েছে আলাল পুর হাফিজিয়া ছাত্র ইমামুল ইসলাম শাহী ২য় হয়েছে হিংগাজিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ খালেদ মিয়া।৩য় হয়েছে পুরশাই হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আবিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দাত সদস্য প্রবাসী ফরিদ মিয়া।প্রবাসী সৈয়দ ইছাক আলী।শিক্ষক হাফজ তুহিন আহমদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।