সাগর কুমার বাড়ৈই খুলনাঃ ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ তিন দিনের সফরে ২৫ জানুয়ারি খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী মন্ত্রী ২৫ জানুয়ারি সকাল ১১টায় খুলনার ফুলতলা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কর্মকর্তা-কর্মাচারীদের সাথে মতবিনিময় এবং বিকাল সোয়া তিনটায় ডুমুরিয়া শহিদ জোবায়েদ আলী অডিটোরিয়ামে উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কর্মকর্তা-কর্মাচারীদের সাথে মতবিনিময় করবেন।
তিনি ২৬ জানুয়ারি বিকাল চারটায় আঠারোমাইল বাজারে স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণের সাথে মতবিনিময় করবেন। মন্ত্রী সন্ধ্যা সোয়া সাতটায় ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতীয় হাইকমিশনার, খুলনা অনুষ্ঠানে যোগদান করবেন। মন্ত্রী ২৭ জানুয়ারি দুপুর ১২টায় ডুমুরিয়া শোভনা ইউনিয়নের মাদারতলা মন্দির প্রাঙ্গণে আওয়ামী লীগের নেতাকর্মী ও জনসাধারণের সাথে মতবিনিময় করবেন। সন্ধ্যায় মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।