আঃ হামিদ মধুপুর টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মধুপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে শুক্রবার বিকালে মধুপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার মোতালিব হোসেন। এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহআলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, উপজেলা স্বেচ্ছাসেবক
দলের আহবায়ক আব্দুল হক,উপজেলা যুবদলের আহবায়ক হজরত আলী,পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সাগর, পৌর কৃষক দলের আহবায়ক আব্দুর রাজ্জাক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম সম্পাদক আহাদুল ইসলাম আদিত্য সরকার, পৌর ছাত্র দলের আহবায়ক সন্জয় সিংহ, সদস্য সচিব সাব্বির হাসান প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব শামীম হোসেন। এসময় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা কর্মী গন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।