খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ভুমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এম.পি বলেছেন‘‘ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মিশন স্মার্ট ভূমি ব্যবস্থাপনা এবং জনকল্যাণে ভূমিসেবা নিশ্চিতে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে কাজ করবো। ভূমি মন্ত্রণালয়কে দক্ষ জনবান্ধব সেবামুখি প্রতিষ্ঠানে রুপান্তরে আমি দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ। তিনি বলেন আওযামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আমাকে যে আশা নিয়ে নৌকা প্রতীক তুলে দিয়ে ছিলেন এবং এই অঞ্চলের মানুষ আমাকে যে আশা স্বপ্ন নিয়ে নির্বাচিত করেছে তাদের সেই আশা স্বপ্ন পুরণে আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাবো। তিনি দলের তৃর্ণমূলের সকল নেতা-কর্মীদেরকে সংগঠনকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধা থাকার আহবায়ন জানান ’’। তিনি গতকাল শুক্রবার সকাল ১১টায় গিলাতলা ৪নং ওয়ার্ড নৌকা প্রতীকের নির্বাচন
পরিচালনা কমিটির আহবায়ক বেগ আব্দুর রাজ্জাকের বাসভবন সম্মুখে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় এবং গিলাতলা বাজার খেয়াঘাটে নজরুল থিয়েটার ক্লাব আয়োজিত সংবর্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। গিলাতলা ৪নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্জ বেগ আব্দুর রজ্জাকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মনিরুল ইসলােেমর সঞ্চালনায় মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, খানজাহান আলী থানার অফিসার্স ইনচাজ মো. মমতাজুল হক, ফুলতলা উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা এবং খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন। অনুষ্ঠানে নবগঠিত মন্ত্রী পরিষদে ভূমি মন্ত্রাণালয়ের দায়িত্ব পাওয়ায় ভ‚মিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এম.পি কে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল
শুভেচ্ছা জানায় ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হক, গিলাতলা সোনার তরী যুব সংঘের সভাপতি খান মাসরুজ্জামান সাবু, গিলাতলা ৪নং ওয়ার্ড নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটি, মাত্তমডাঙ্গা নিউ সার্কেল ক্লাব, গিলাতলা স্বাধিন যুব সংঘ, নিরব গ্রæপ, গিলাতলা আহমাদিয়া দাখিল মাদ্রাসা, গিলাতলা বেগপাড়া দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, ১নং ও ২নং কলোনীবাসী, ২নং কলোনী জামে মসজিদ কমিটিসহ আটরা গিলাতলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বেলা সাড়ে ১২টায় গিলাতলা নজরুল থিয়েটার ক্লাবের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের সভাপতি খান জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খান রিয়াজুল ইসলামের সঞ্চালনায় ভ‚মিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে সম্মাননা কেস্ট ও ফুলেল সংবর্ধনা প্রদান করেন গিলাতলা নজরুল থিয়েটার ক্লাব, ৩৫নং ওয়ার্ড আ’লীগ, যুবলীগ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খানজাহান আলী
থানা শাখা, গিলাতলা বাজার পুলিশ ফাড়ী, গিলাতলা বাজার ইজিবাইক কমিটি, ৩৫নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। অনুষ্ঠানে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনে, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফারজাহা ফেরদৌস নিশা, যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, আ’লীগ নেতা বেগ আব্দুর রাজ্জাক রাজ, মাষ্টার মনিরুল ইসলাম, মো. ইকবাল হোসেন, খ. ম লিয়াকত আলী, খান মো. মফিজুর রহমান, সৈয়দ কিসমত আলী, শেখ আব্দুল হক, খান রিয়াজুল ইসলাম রাজা, কাজী জাকারিয়া রিপন, মোড়ল হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোেসেন, সরদার আলী আহমদ, মো. কায়কোবাদ, মোল্যা স্ইাফুল ইসলাম, কাজী আজাদুর রহমান হিরক, শেখ শহিদুল ইসলাম, রেজওয়ান আকুুঞ্জী রাজা, ্ইউপি সদস্য নবীরুল ইসলাম রাজা. মো. হায়দার আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিল । এর আগে সকাল ৯টায় ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ নওয়াপাড়ার পীর সাহেব হুজুরের কবরে শ্রদ্ধা নিবেদন করে হুজুরের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন। দুপুরে ভূমিমন্ত্রী খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনের শিরোমণিস্থ বাসভবনে অবস্থান করে দুপুরের খাবার খেয়ে বিকাল ৩টায় তিনি ফুলতলায় দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন।