নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১৭ই জানুয়ারী বুধবার বিকেল ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নন্দীগ্রাম জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর উপজেলা শাখার সভাপতি মোঃ জিয়াউল হক শাহীন ও সাধারণ সম্পাদক এ,বি, এম মাহাবুবুর রহমান স্বাক্ষরিত ৪ সদস্য বিশিষ্ট নন্দীগ্রাম পৌর জাসদের আংশিক কমিটি অনুমোদন দেন। উক্ত আংশিক কমিটিতে মোঃ ফেরদৌস আলীকে সভাপতি, মোঃ টপিকুল ইসলামকে সাধারণ সম্পাদক, আব্দুর রউফ স্ট্যালিন কে সাংগঠনিক সম্পাদক ও মোঃ জিয়াকে
প্রচার সম্পাদক মনোনীত করে আংশিক পৌর কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণা শেষে উপজেলা জাসদের সভাপতি জিয়াউল হক শাহীন বলেন, দলকে গতিশীল করার লক্ষে এবং সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করতে নন্দীগ্রাম পৌর জাসদের আংশিক কমিটি অনুমোদন করা হলো। পর্যায়ক্রমে ৯টি ওয়ার্ড কমিটি অনতিবিলম্বে করার জন্য পৌর জাসদের আংশিক কমিটির দায়িত্ব প্রাপ্তদের নির্দেশ প্রদান করা হয়।