খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় প্রায় ১০কোটি টাকা মূল্যের গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারী) সকাল ১১টায় গুইমারার দুর্গম পাহাড়ি এলাকা চৌধুরী পাড়ায় এ গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়। এসময় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রাজীব চৌধুরী, গুইমারা থানার ওসিসহ পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার ভোরে
গুইমারা থানার ওসির নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুই একর জমিতে চাষ করা গাঁজাগাছের সন্ধান পান। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর আমিন জানান, এ এলাকাটি দুর্গম, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গাঁজা চাষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনী কার্যক্রম চলছে।