ইমাদুল ইসলাম, যশোরঃ নড়াইল জেলার সদর থানাধীন ভওয়াখালী এলাকা হতে ০১ টি ওয়ানশুটারগান সহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী’কে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর। র্যাব ফোর্সেস উন্নয়ন তরান্বিত করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর হওয়া উচিত এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও প্রতারক চক্র গ্রেফতার করেন। ১৬ জানুয়ারি গভীর রাতে র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, নড়াইল জেলার নড়াইল সদর থানাধীন নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামের আকরাম বিশ্বাসের বাড়ীর নূর নবী শেখ নুরমিয়া নুরু (৩৮) মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে। সকাল ০৬.৪৫ আকরাম বিশ্বাসের বাড়ি ভাড়াটিয়া নূর নবী শেখ নুরমিয়া নুরু (৩৮), পিতা- মৃত ফুল মিয়া শেখ, মাতা- মোছাঃ আলেয়া খাতুন, স্থায়ী সাং-
ভওয়াখালী, এ/পি সাং- ভওয়াখালী (আকরাম বিশ্বাসের একতলা পাঁকা বাড়ির পূর্ব-উত্তর কর্ণারের ওয়ার্ড নং ০৫, নড়াইল পৌরসভা, থানা- নড়াইল সদর, জেলা । এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর জুতার র্যাকের ভেতর হতে ০১ টি ওয়ানশুটারগান উদ্ধার জব্দ করা হয়। জানায়, সে অত্র এলাকায় অস্ত্র দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি, দস্যুতা সহ আসামী নূর নবী শেখ নুরু (৩৮) এর বিরুদ্ধে নড়াইল জেলার নড়াইল সদর থানায় জব্দকৃত কি তো অস্ত্র আলামত ও গ্রেফতার আসামী’কে নড়াইল জেলার নড়াইল সদর থানায় হস্তান্তর করতঃ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।