তেলিগাতী বরইতলা ঘাটে নজরুলের বাড়ীর সার্ভিস তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ নগরীর আড়ংঘাটা থানাধিন তেলিগাতী বরইতলা ঘাটে বিদ্যুতের সার্ভিস তার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলে এক ব্যক্তির করুণ মৃত্যুর খবর পাওযা গেছে। নিহত ব্যক্তির নাম মোঃ এনায়েত হোসেন(৪৮) বলে পুলিশ জানিয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টার পর বরইতলা ঘাটের বিডিআর সদস্য মোঃ নজরুল ইসলামের বাড়ীর সার্ভিস তার চুরি করতে গেলে বিদ্যুৎপৃষ্টে তার মৃত্যু হয়। সকালে পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের সদস্যরা ঘটনাস্থলে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আড়ংঘাটা থানাধিন তেলিগাতী বরইতলা ঘাটের

(ফকিরপাড়া) বিডিআর সদস্য মোঃ নজরুল ইসলামের বাড়ীর বিদ্যুতের সার্ভিস তার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রুপসার মৃত মোকছেদ মোল্যার পুত্র মোঃ এনায়েত হোসেন(৪৮) ঘটনাস্থলে মারা যায়। বাড়ীর মালিক নজরুল ইসলাম জানায়, শনিবার সকালে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাসায় ফিরে সকাল পৌনে ৭টার দিকে দেখতে পাই ঘরের পাশে আমার বিদ্যুতের তারে জড়িয়ে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। বিষয়টি আমি আড়ংঘাটা থানা পুলিশ, বিদ্যুৎ বিভাগসহ পার্শবর্তিতে জানালে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের লোকজন এসে তার মরদেহ উদ্ধার করে। নজরুল জানায় তার ঘরের সামনে বেলাল হোসেনের বিদ্যুৎ হঠাৎ করে রাত সাড়ে ১২টার দিকে চলে যায়। ধারনা করা যাচ্ছে ঐ সময় বেল্লালের বাড়ীর সার্ভিস লাইনের তার কেটে নেওয়া হয়। পরবর্তিতে আমার

বাসার সার্ভিস তার চুরি করতে গিয়ে রাতের যে কোন সময় বিদ্যুৎপৃষ্টে তার করুণ মৃত্যু হয়। সকালে পুলিশ এসে ঘটনাস্থল থেকে পাশের বাড়ীর চুরি যাওয়া তার, একটি প্লাস, একটি মোবাইল উদ্ধার করে। খবর পেয়ে স্থানায় ইউপি সদস্য জি এম এনামুল কবির, কাজী শহিদুল ইসলাম পিটো, সংরক্ষিত মহিলা মেম্বর মাহফুজা বেগমসহ এলাকার শতশত উৎসুক জনতা ভিড় করে। স্থানায় ইউপি সদস্য জি এম এনামুল কবির জানায়, সম্প্রতি তেলিগাতী এলাকায় বিদ্যুতের সার্ভিস তার চুরির একটা হিড়িক পড়েছে। গত ৭/৮ দিন ব্যবধানে তেলিগাতী মধ্যপাড়ার মোঃ বুলবুল হোসেন, কাজীপাড়ার ওদুদ কাজী, তার ভাই আশরাফ কাজী, পার্শবর্তি মুরাদ কাজীর বাড়ীর বিদ্যুতের সার্ভিস তার চুরি করে নিয়ে যায়। এছাড়াও তেলিগাতী মন্দিরের পাশে টিউবয়েলের মাথা এবং সার্ভিস তার চুরি করে গেছে।

আড়ংঘাটা থানার এস আই হায়দার আলী জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে সুরোতহাল প্রতিবেদন তৈরী করে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের পরনের প্যান্টের পকেটে থাকা মোবাইলের সুত্র ধরে প্রাথমিক ভাবে তার পরিচয় জানাযায় নিহত ব্যক্তির নাম এনায়েত হোসেন তার পিতার নাম মৃত মোকছেদ মোল্যা। তিনি ভাসমান অবস্থায় বিভিন্ন স্থানে থাকতেন। সর্বশেষ তিনি রুপসা এলাকায় বসবাস করতেন তার বাড়ী গোপালগঞ্জের উলপুরে। তার নামে খানজাহান আলী থানা এবং খালিশপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top