খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন‘‘ জনগণ যে আশা আকাংখা নিয়ে আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে এমপি নির্বাচিত করেছে তাদের সেই আশা আকাংখা পুরনে আমি আমার সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে কাজ করে যাবো। বন্ধবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা এবং তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করবো। তিনি বলেন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সকলের সহযোগিতা নিয়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চেলে গ্রাম হবে শহর এরই ধারাবাহিকতায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি নির্বাচন পরবর্তি দেশী -বিদেশী ষড়যন্ত্রকারী এবং বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার
আহবান জানান ’’। তিনি গতকাল শনিবার বিকাল ৪টায় ফুলবাড়ীগেট বাসস্টান্ড চত্ত্বরে খানজাহান আলী থানা আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন। খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুচ আলী। অনুষ্ঠানে বক্তৃতা করেন কুয়েটের অধ্যাপক পিন্টু চন্দ্র শীল, মহানগর আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, মাষ্টার হাবিবুর রহমান, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মো. সাজ্জাদুর রহমান লিংকন, থানা আওয়ামী লীগ নেতা
আলহাজ্জ মোড়ল আনিসুর রহমান, মাষ্টার মনিরুল ইসলাম, মো. আব্দুল জলিল হাওলাদার, মো. সাইদুর রহমান, সুরুজ্জামান হানিফ, আম্বিয়া বেগম, মনির শিকদার, মো. শাহজাহান হাওলাদার, শেখ কামাল আহমেদ, ৩৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপন, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ৩৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, সাবেক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ড নেতা মো. শাকিল আহমেদ, এফ এম জাহিদ হাসান জাকির, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবুর রহমান, স.ম বাবর আলী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তরিকুজ্জামান মনির, আলামিন, থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, মহিলা নেত্রী এ্যাড. শাহরা ইরানী পিয়া, রুমা খন্দকার মুন্নি, এ্যাড. নার্গিস খানম, নিলা নাছির, ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, জি এম এনামুল কবির, শেখ আমজাদ হোসেন, শাহ হাফিজুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ফয়সাল হোসেন,
আরিফুল ইসলাম রাসেল, কৃষক লীগ নেতা আবু নাঈম, ছাত্রলীগ নেতা শেখ সুমন, কয়েট কর্মচারী সমিতির নেতা হাসিব সরদার, মো. পারভেজ আলম, ৩নং ইউনিটির আহবায়ক এস এম ইসহাক হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে খানজাহান আলী থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, ইউনিট ও সেন্টার কমিটি এবং আওয়ামী লীগের সহযোগি সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি এস এম কামাল হোসেনকে পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কর্মীসভায় দলীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায এক পর্যায়ে সংবর্ধনা অনুষ্ঠানে পরিনত হয়। অনুষ্ঠানে খানজাহান আলী থানা আওয়ামী লীগ, ২ ও ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ, ২ ও ৩৩নং ওয়ার্ডের সকল সেন্টার কমিটির ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।