মোরেলগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

IMG_20240110_152055-scaled.jpg

তারিকুল ইসলাম মিনা মোরেলগঞ্জ বাগেরহাটঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের এই দিনে দেশে ফিরেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে একটি র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাজারের চৌরাস্তা রাস্তা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন,

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার,যুবলীগ আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী,যুবলীগ যুগ্ম আহ্বায়ক এ্যাড.তাজিনুর রহমান পলাশ,যুবলীগ নেতা রাসেল হাওলাদার,ছাত্রলীগ পৌর সাধারন সম্পাদক মনির হোসেন রাজ্জাক,সাবেক সাধারন সম্পাদক ওবায়দুল ইসলাম টিটু,মোরেলগঞ্জ সরাসরি সিরাজউদ্দীন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাঈম প্রমুখ। এসময়ে দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top