হরিয়ানার সাবেক আই এন ডি এফের বিধায়কের বাড়ি থেকে উদ্ধার কোটি টাকা সহ আগ্নেয় অস্ত্র

IMG_20240109_223759.jpg

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ ভারতের ইডি র হানায় হরিয়ানার রাজ্যের সাবেক আই এন ডি এফ বিধায়ক দিগলক সিঙ বাড়ি থেকে উদ্ধার করে পাঁচটি আগ্নেয় অস্ত্র সহ কয়েক কোটি টাকা নগদ ও কয়েক কেজি সোনার গয়না। সেই সঙ্গে ৩০৭,রাউন্ড, গুলি। তিনি তার পরিবারের বাড়িতে একযোগে ইডির আধিকারিকরা হানা দেয়। সেই সঙ্গে বি জে পি নেতা ও বিধায়ক মনোজ তে ওয়ারীর বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে ইডির আধিকারিকরা। এবং এই হরিয়ানার রাজ্যের ভারতের জাতীয় কংগ্রেসের এক বিধায়কের বাড়ি তে ইডির আধিকারিকরা হানা দেয়। হরিয়ানার সেনাপতি জেলা,

কারনাল, চন্ডীগড় এবং সহ বিভিন্ন জেলায় হানা দেয় ইডির আধিকারিকরা। তবে এটি ছিল রুটিন তল্লাশি। এর পর ইডির আধিকারিকরা কোথায় কোথায় হানা দেবেন তা গোপন রাখা হয়েছে। বেআইনি অর্থ ও সোনা ও আগ্নেয় অস্ত্র উদ্ধার করতে ইডির আধিকারিকরা তৎপরতা শুরু করছে। কারণ এই বৎসরের মধ্যে ভারতের লোকসভা র নির্বাচন শুরু হবে। এবং কেন্দ্রীয় সরকার গঠন হবে। তার আগে ইডির তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top