প্রতিবেদক:জালাল উদ্দিনঃ নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিজয়ী হলেন মোঃ আব্দুস শহীদ। এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা সপ্তমবারের মতো বিজয়ী হলেন তিনি। রবিবার ০৭ জানুয়ারি ২০২৩ইং, রাত ৮টার সময় মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ঊর্মি বিনতে সালাম তাকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেন।
আব্দুস শহীদ দুই লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টে প্রার্থী মোঃ আব্দুল মুহিত হাসানী মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৩৯০। আরেক প্রার্থী বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মিনার প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৬৮ ভোট।