নুরুজ্জামান হোসেন হিলি থেকেঃ আগামী ৭ জানুয়ারি রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি হিসেবে দিনাজপুর ৬ আসনের হাকিমপুর উপজেলার ২৫ টি ভোট কেন্দ্র রয়েছে। হাকিমপুরে নির্বাচনকে অবাধ,নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহন সম্পুর্ণ করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। জানা যায়, ৬ জানুয়ারী সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট বক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে তবে, ব্যালট পেপার যাবে নির্বাচনের দিন সকালে। দ্বাদশ জাতীয় নির্বাচনে হাকিমপুর
উপজেলার কেন্দ্রগুলোর মধ্যে অধিকাংশ কেন্দ্র গুলো ঝুঁকি মুক্ত। উপজেলা নির্বাচন অফিসার অমিত রায় জানান, নির্বাচনে ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সামগ্রী স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং এর কাছে হস্তান্তর করা হচ্ছে। ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে প্রদান করা হবে।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় জানান,নির্বাচন হবে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য হাকিমপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি , সহ বিভিন্ন স্তরের নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে নির্বাচনে ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সামগ্রী স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং এর কাছে হস্তান্তর করা হচ্ছে। ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে প্রদান করা হবে।