ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী লায়ন মোঃ এজাজুল হক পথসভা ও গনসংযোগ করেন। বৃহস্পতিবার দুপুরে রাজাপুর উপজেলা জাতীয় পার্টি অফিসে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ করেন এবং দুপুরের পর কাঠালিয়া উপজেলা জাতীয় পার্টি অফিসে নেতাকর্মীদের সাথে মতবিনিময়
সভা করেন সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন। এসময় ঝালকাঠি জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু, রাজাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ কামরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক নূরআলম মন্টু সহ দুই উপজেলার জাতীয় পার্টি সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।