সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনাঃ খুলনা-৪ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এস এম মোস্তাফা রশিদী দারার চায়ের কেটলি প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি, চন্দনীমহল, ফরমাইশখানা, কাটানিপাড়া ও পথেরবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সেনহাটি ইউনিয়ন ও দিঘলিয়া ইউনিয়নের শত নেতা-কর্মীরা উপস্থিত থেকে এলাকায় বাড়িতে বাড়িতে, দোকানে দোকানে ঘুরে ঘুরে মানুষের কাছে চায়ের কেটলি প্রতীকের পক্ষে এ আসনের
প্রায়ত জনপ্রিয় কর্মী বান্ধব নেতা এস এম মোস্তাফা রশিদী সুজার ছোট ভাই এস এম মোর্ত্তজা রশিদী দারার সমর্থনে ভোট চাওয়া হয়। এদিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার সাবেক ছাত্রলীগ নেতা শামছুল আলম মনা ও আশরাফুজ্জামান খোকনের নেতৃত্বে দিঘলিয়ার বারাকপুর, আড়ুয়া বাজার, গাজীরহাট হাটে ও কামারগাতী বাজারে, চন্দনীমহল গাজী পাড়ায় গণ সংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ কওসার মোড়ল সেলিম মেম্বর, মনির মোড়ল, শেখ শামীমুল ইসলাম প্রমুখ।