তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তেরখাদা প্রেসক্লাবের নির্বাহী সদস্য শারাফাত হোসেন মুক্তির মাতা জোহরা খাতুন আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে——– রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০২ বছর। তিনি ০২ পুত্র, ০৩ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার আছরবাদ মরহুমার নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুস সালাম মূর্শেদী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় যথাক্রমে মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ও মোঃ কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামী লীগ সদস্য মোঃ জামিল খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান,
সাধারণ সম্পাদক কে আলমগীর হোসেন। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতা কর্মী, আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তি,জনপ্রতিনিধি, সাংবাদিক এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন। নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এদিকে মরহুমার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন তেরখাদা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম, মোঃ মাহবুব আলম, সাধারণ সম্পাদক এফ এম মফিজুর রহমান,প্রচার সম্পাদক সাগর কুমার বাড়ই, কেএম আলী মাসুম, কে এম আলী এহসান, মোল্লা সাইদুল ইসলাম, মোঃ শাহাবুদ্দিন বদির, ফাল্গুনী দাস, মোঃ বাবর আলী মোল্লা। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।