সিলেট-৬ আসনে ৭ জানুয়ারীর নির্বাচনে ভোটারদের ভোট দিতে উৎসাহিত করতে হবে — মুজিবুল হক চুন্নু

সেলিম মাহবুব,সিলেটঃ জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেছেন, ভোটারদের ভোট দিতে উৎসাহ করতে হবে। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে ভোটারদের উপস্থিত নিশ্চিত করে জাতীয় পার্টির প্রার্থীদের জয়লাভ করতে হবে। তিনি বলেন আমি খুব আশাবাদী জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে। সবাইকে বোট কেন্দ্রে যাওয়ার দাওয়াত দিতে হবে। তিনি শুক্রবার রাতে সিলেট-৬ (গোলাপগঞ্জ বিয়ানীবাজার) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক হুইপ সাবেক এমপি আলহাজ সেলিম উদ্দিনের সমর্থনে আয়োজিত বিশাল মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিয়ানীবাজার উপজেলার নালবহর গ্রামে তার নিজ বাসভবনে কয়েকটি এলাকাবাসীকে নিয়ে মতবিনিময় সভা করেন। ভার্চুয়ালী বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুর হক চুন্নু সিলেট-৬ (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ সেলিম উদ্দিনকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন আপনারা ৭ জানুয়ারী সবাই লাঙ্গল প্রতিকের প্রার্থী সেলিম উদ্দিনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ঘরে ঘরে গিয়ে ভোটারদের দাওয়াত দিতে হবে। ভোটারদের ভোট কেন্দ্রে নিতে হবে। সবাই সেলিম উদ্দিনকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন সেলিম উদ্দিন জয়লাব করলে আপনাদের মঙ্গল হবে। আপনাদের প্রার্থী সেলিম উদ্দিনকে নির্বাচিত করেন আমরাও তাকে মূল্যায়ন করি।

এতে সভাপতির করেন যুক্তরাজ্য জাতীয় পার্টির সহ-সভাপতি শামসুল হক। শহীদুল ইসলাম সাজুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ সেলিম উদ্দিন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট জেলা বারের সাবেক পিপি এডভোকেট গিয়াস উদ্দিন, হুমায়ুন রশীদ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মজির উদ্দিন চাকলাদার, বিয়ানীবাজার জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক হাজী শফর উদ্দিন, জেলা জাপার সাবেক অর্থ সম্পাদক আনিছুজ্জামান পাপপু, ফয়েজ উদ্দিন লোদী, আব্দুল মতিন বেলাল, হাজী মোছান্বির আলী, শরীফ আহমদ, জিয়াউর রহমান, আজিম উদ্দিন, রুবেল আহমদ, নজমুল ইসলাম, এবাদ উদ্দিন, ময়নুল হক নজমুল, মাহবুব খান, আব্দুল হক,নূর ও আব্দর রব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top