আগামী সোমবার বারুইপুরের হিমচিতে পবিত্র আস্তানা পাকের উরুসপাক উদযাপিত হবে

IMG_20231223_172827.jpg

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ প্রতি বছরের ন্যায় এই বছর বারুইপুরের নবগ্রাম অঞ্চলের অন্তর্গত হিমচিতে পবিত্র আস্তানা পাকের উরুসপাক উদযাপিত হবে। এই খবর দিয়েছেন কলকাতার পবিত্র খিদিরপুর খানকা শরিফের হুজুর পাক গোলাম মোস্তাদির শাহ আল কাদরী। এই উরুসপাক উপলক্ষে কয়েক হাজার মানুষের আগমন ঘটবে বলে মনে করা হচ্ছে। এই পবিত্র আস্তানা পাকের উরুসপাক উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক পীর সাহেব প্রায়ত ইসলামী সাধক বাংলার বুলবুল হজরত মাওলানা আল্লামা

শাহ সুফি পীর আল্লামা কুতুবউদ্দিন আকতার আলী শাহ আল কাদরী র। এই পবিত্র আস্তানা পাকের উরুসপাক পরিচালনা করেছেন হিমচি মাদ্রাসা আকতায়িয়া আহলে বাইয়াত পক্ষে মাদ্রাসা কমিটি এবং খিদিরপুর খানকা শরিফের আহলে সুন্নাত জামাত। এই পবিত্র আস্তানা পাকের উরুসপাক উদযাপিত হবে তা নিশ্চিত করছেন হিমচি মাদ্রাসা কমিটি র অনত্যম পরিচালনা কমিটির সদস্য জনাব মোসরাফ মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top