স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সুন্দরবন রেজিমেন্ট, খুলনা এর রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নাহিদুজ্জামান, বিজিবিএম, পিবিজিএম, আর্টিলারি এর সার্বিক তত্ত্বাবধানে সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট ক্যাম্পিং- ২০২৩ কেডিএ মাঠ, শিরোমণি আবাসিক এলাকা, খুলনায় গত ১৫ ডিসেম্বর ২০২৩ তারিখ হতে ২৩ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ০৯ দিন ব্যাপী পরিচালিত হচ্ছে। উক্ত ক্যাম্পিং এর সমাপনী কুচকাওয়াজ ২১ ডিসেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান, এনডিসি, পিএসসি, মহাপরিচালক বিএনসিসি।
এছাড়া উপস্থিত ছিলেন ক্যাম্প এ্যাডজুটেন্ট, ব্যাটালিয়ন কমান্ডারগণ, নিয়োগপূর্ব প্রশিক্ষণে অংশগ্রহনকারী পিইউও, টিইউওসহ সামরিক বেসামরিক প্রশিক্ষকবৃন্দ এবং সুন্দরবন রেজিমেন্টের আওতাধীন ২১ টি জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় হতে আগত
৫৩০ জন প্রশিক্ষণার্থী বিএনসিসি ক্যাডেট। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ফায়ারিং, ড্রিলসহ বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কার প্রদান করেন। নয় দিন ব্যাপী পরিচালিত এ ক্যাম্পে অংশগ্রহণকারী ক্যাডেটদের মাঝে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের দ্বিতীয় সারির প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে প্রশিক্ষিত
স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলা, দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং ভবিষ্যত নেতৃত্বের গুনাবলী বিকাশের লক্ষ্যে সামরিক ও বেসামরিক প্রশিক্ষণ যেমন পিটি, ড্রিল, টহল, ফাঁদ, হানা, ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং, ভ‚মিকম্প ও অগ্নি নির্বাপনে জরুরী পরিস্থিতিতে করণীয়, ডেঙ্গু প্রতিরোধে, অগ্নি দগ্ধ বা এসিডে পোড়া, যে কোন দূর্ঘটনা স্থল হতে উদ্ধারে করণীয়, প্রাথমিক চিকিৎসা এবং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। সমাপনী কুচকাওয়াজ শেষে রাতে ক্যাডেটদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।