তেরখাদা উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে আজ বুধবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদের চত্বরে এক অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলে সম্প্রদায়ের লোকেরা উপস্থিত ছিলেন। পরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।