মনসুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি প্রাপ্তিতে শীর্ষে নন্দীগ্রাম পাবলিক স্কুল

IMG_20231219_121402.jpg

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মনসুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা গত ১৮ ডিসেম্বর সোমবার নন্দীগ্রাম কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। উক্ত শিক্ষাবৃত্তি পরীক্ষায় নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে মোট ৭জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার মধ্যে থেকে নন্দীগ্রাম পাবলিক স্কুলের ২জন ট্যালেন্টপুল ও ২জন সাধারণ গ্রেডসহ ৪জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে শীর্ষ স্থান অর্জন করার কৃতিত্ব লাভ করেছে।

এ বিষয়ে নন্দীগ্রাম পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান বলেন, উপজেলার মধ্যে মোট ৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ৪জনই আমার বিদ্যালয়ের শিক্ষার্থী। শিক্ষার্থীদের এমন ফলাফলে আমিসহ আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক/শিক্ষিকারা খুবই গর্বিত। আশা করছি আগামীতে এর পরিমাণ আরো বৃদ্ধি পাবে এবং এই ধারবাহিকতা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top