নুরুজ্জামান হোসেন হিলি থেকেঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু সরকারী গাড়ী জাতীয় সংসদ নির্বাচনী প্রচারনায় ব্যবহারের বিষয়টি শহরে ব্যাপক আলোচিত হচ্ছে ।
নির্বাচন কমিশনের পক্ষে বিরামপুরের ইউএনও সহকারী রিটার্নিং অফিসার নুজহাত তাসনীম আওন মৌখিক ভাবে সতর্ক করেছেন বলে গনমাধ্যম কর্মীদের জানিয়েছেন। প্রসঙ্গত; দিনাজপুর-৬ আসনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আজিজুল হক চৌধূরীর পক্ষে বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু সরকারী গাড়ী সহ নির্বাচনী প্রচারনায় যুক্ত হন। নির্বাচন কমিশনের পক্ষে জাতীয় সংসদ নির্বাচনে সহকারী
রির্টানিং অফিসার ও বিরামপুরের ইউএনও নুজহাত তাসনীম আওন বলেন, উপজেলা চেয়ারম্যানকে এ বিষয়ে সর্তক করা হয়েছে। ব্যতয় ঘটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, নির্বাচন কমিশনের অধিনে পুলিশ দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে নির্বাচনী আচরনবিধি লংঘনের দায়ে আইনগত ব্যবস্থা গ্রহনে বিরামপুর থানা পুলিশ সব ধরনের সহযোগিতা করবে। এ রিপোর্ট প্রকাশ হওয়া পর্যন্ত নির্বাচনী আচরন বিধি লংঘনের দায়ে অভিযুক্ত বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজুর মন্তব্য জানা সম্ভব হয়নি।