দাকোপে নৌকা প্রতীকের জনসভায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন – শেখ হারুনুর রশীদ

IMG_20231218_220942-scaled.jpg

শচীন্দ্রনাথ মন্ডল, দাকোপ(খুলনাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশের সফল রাষ্ট নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বেই এদেশের সামাজিক,অর্থনৈতিক ও গ্রামীন অবকাঠামোর উন্নয়ন হয়েছে তারই ধারাবাহিকতা রক্ষার্থে আগামী ৭ ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এ কথা উল্লেখ করে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনর রশীদ বলেন,একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশের সর্বকালের শ্রেষ্ট্র রাষ্ট নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশের অসহায় গরীব দুঃখি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে ৩৩ প্রকার ভাতা চালুর ব্যবস্থা করেছেন। বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে খাদ্য নিরাপত্তা, বিনামূল্যে ও সাশ্রয়ী মূল্যের আবাসন, কমিউনিটি স্বাস্থ্যসেবা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা,নারীর ক্ষমতায়ন,আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল পরিসেবা,প্রত্যান্ত এলাকায় বিদ্যুৎ,দুর্যোগ প্রস্তুতি

ও জলবায়ু অভিযোজনে সন্তোষজনক অগ্রগতি অর্জন করেছে।”আওয়ামী লীগ আছে মানুষের সাথে মানুষের পাশে ৭৪ বছর গৌরবের সাথে” খুলনার দাকোপ উপজেলা জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ননীগোপাল মন্ডলের নৌকা প্রতীকের সমর্থনে, বাজুয়া,লাউডোব,কৈলাশ গঞ্জ,দাকোপ,বানিশান্তা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিরাট জনসভা ১৮ ই ডিসেম্বর সোমবার বিকাল ৩ টায় বাজুয়া খুটাখালী বাজার মাঠচত্বরে লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কান্তি রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিহার মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড: সুজিত অধিকারী, কেন্দ্রীয় কমিটির

সদস্য ও এমপি এ্যাডঃ গ্লোরিয়া ঝর্না সরকার, খুলনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম, এম, মুজিবুর রহমান, এ্যাড: নিমাই চন্দ্র রায়,রফিকুল রহমান রিপন, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দিলিপ হালদার, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, খুলনা জেলা পরিষদ সদস্য সরোজিত রায়,দাকোপ উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ,সাবেক সাধারন সম্পাদক অসিত বরণ সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, এ্যাড: জি এম কারুজামান, , সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির মন্ডল, দাকোপ উপজেলা ছাত্র লীগনেতা , সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top