জাসদ নেতা কাশেম মারা গেছেন

IMG_20231218_214825.jpg

অন্তর আহমেদ, নওগাঁঃ জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সরদার আবুল কাশেম মারা গেছেন। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়েছে। তা‌র মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা শোক জানিয়েছেন। সরদার আবুল কাশেম দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। গত ৭ দিন ধরে অসুস্থতা বেড়ে গেলে বাড়িতে রেখে চিকিৎসা করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। কাসেম ৬০ বছরেরও বেশি সময় ধরে অসাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নওগাঁ জেলা জাসদের সভাপতি ছিলেন দীর্ঘদিন। সরব পদচারণা ছিল বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক অঙ্গনেও। তার মৃত্যু সংবাদে

নওগাঁয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক কর্মী-শুভানুধ্যায়ীরা শহরের সরদারপাড়া তার বাসভবনে ছুটে যান। এ সময় জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক ও যুব জোটের সভাপতি এস এম আজাদ হোসেন মুরাদ গভীর শোক এবং দুঃখ প্রকাশ করে বলেন, কাসেম ভাই আমাদের কেন্দ্রীয় সদস্য ছিলেন তাঁর মৃত্যুতে আমরা শোকাহত, তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তার আত্মার মাগফেরাত কামনা করছি আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করেন। উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১১টায় নিজ বাস ভবনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top