কেরাণীগঞ্জে আন্তঃজেলা ছিনতাইকারীর চক্রের ০২ সদস্য গ্রেফতার

IMG_20231218_185723.jpg

কেরাণীগঞ্জ সংবাদদাতা ইমরান হোসেন ইমুঃ গত ১৬ ই ডিসেম্বর নয়া দিগন্তের সাংবাদিক রাকিব হোসেনের মোবাইল,নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনতাই হওয়ার ঘটনায় আন্তঃজেলা ছিনতাইকারীর ০২ সদস্য গ্রেফতার । গ্রেফতারকৃত আসামিরা হল রনি খান (৩০),মোঃমালেক (৩২)। ১৮ই ডিসেম্বর সোমবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এক এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মাহাবুব আলম।

তিনি বলেন, অতিরক্ত পুলিশ সুপার কেরাণীগঞ্জ সার্কেল মোঃ শাহাবুদ্দীন কবির বিপিএম স্যারের সার্বিক তত্ত্বাবধানে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে মামলার ঘটনায় লুণ্ঠিত নগদ ৩,১০০/-টাকা এবং ছিনতাই কাজে ব্যবহৃত চাকু উদ্ধার করা সম্ভব হয়েছে।
গত ১৬ ডিসেম্বর শনিবার ভোরে নয়া দিগন্ত সাংবাদিক রাকিব হাসেন (৪৫) তার বেগুনবাড়িস্থ নিজ বাসা থেকে বের হয়ে ঢাকাস্থ আরামবাগ গ্রীন লাইন বাস কাউন্টারে যাওয়ার জন্য রিক্সাযোগে রওয়ানা হয়। ভোর ০৬.৩০ বেগুনবাড়ি ব্রীজ এর উপর

উঠামাত্র অজ্ঞাতনামা একজন ছিনতাইকারি সামনে থেকে উভয়ে তাহার বুকে ও পিঠে ধারালো চাইনিজ চাকু ঠেকিয়ে তাহাকে মৃত্যুর ভয়ভীতি দেখাইয়া তাহার হাতে থাকা ১টি SAMSUNG GALAXY M31 মোবাইল ফোন, ও তাহার মানিব্যাগ যাহার ভিতরে থাকা ১টি দেশ বাংলা কর্পোরেশন প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংক এর বভিসা কার্ড, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার তাহার নিজ নমীয় আইডি ছিনাইয়া নিয়া যায়। পরবর্তীতে ভিকটিম রাকিব হোসেন (৪৫), দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top