সেলিম মাহবুব,সিলেটঃ সিলেটের ঐতিহ্যবাহী মুরারীচাঁদ (এম সি) কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সালেহ আহমেদ ইন্তেকাল করেছেন। বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ সালেহ আহমেদ জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান। শনিবার (১৬ ডিসেম্বর) রাত ৯.০০ ঘটিকার সময় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে
দূরারোগ্য ব্যাধি ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ ১৭ ডিসেম্বর রবিবার বাদ যোহর জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজায় সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।