কাজিপুর নানা আয়োজনে বিজয় দিবস পালিত

IMG_20231217_114750-scaled.jpg

লিমন খান কাজিপুর সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় পালিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত নানা কর্মসূচির মাধ্যমে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এতে অংশ নেন । ১৬ ডিসেম্বর (শনিবার) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে, বরইতলা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল দশটায় পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন , পায়রা ও বেলুন উড়িয়ে

বিজয় দিবসের শুভ সূচনা করা হয় । এই সময় ভার্চুয়াল বক্তব্যে যুক্তহন প্রধান অতিথি সিরাজগঞ্জ -১ কাজিপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ উপভোগ করেন অতিথিবৃন্দ। পরে দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগিতার ও সন্ধ্যায় মনে কর সংস্কৃতি অনুষ্ঠিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top