বিজয় দিবসে সাতক্ষীরা জেলা মটর চালক লীগের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টারঃ মহান বিজয় দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সাতক্ষীরা জেলা মটর চালক লীগের নেতৃবৃন্দ।
শনিবার সকাল সাড়ে ৮টায় বিজয় দিবসের প্রথম প্রহরে সাতক্ষীরার খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ ওই শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, জেলা মটর চালক লীগের সভাপতি মকছুর রহমান, সাধারণ সম্পাদক আবুল বাশার, সহ সভাপতি আতাউল হক, মিজানুর রহমান, সাংগাঠনিক সম্পাদক আব্দুল মুজিদ, সদস্য আল আমিন হোসেন, নবের হোসেন,

আতিয়ার রহমান, আব্দুল আজিজ, আব্দুল গফুর, মোস্তফা রহমান ও বাংলাদেশ মটর চালক লীগ কেন্দ্রীয় সংসদের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। এ সময় নেতৃবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে আমরা পেয়েছি স্বাধীন দেশ। স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে আনতে বঙ্গবন্ধুর অবদান কোন বাঙালী ভুলতে পারেনা। তিনি বাঙালী জাতির রূপকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top