মোংলায় মহান বিজয় দিবস পালিত

IMG_20231216_192629.jpg

আলী আজীম,মোংলা (বাগেরহাটঃ মোংলায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসে তাৎপর্য তুলে ধরে উপজেলা প্রশাসন, মোংলা বন্দর কর্তৃপক্ষ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, পৌরসভা সহ উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপত ধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল ও সামাজিক -সাংস্কৃতিক -সংগঠনের নেতৃবৃন্দরা। পৃথক অনুষ্ঠানে

উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুশফিকুর রহমান তুষার, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহিন প্রমূখ।

এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈকিত নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, গনমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও সূধীজন উপস্থিত ছিলেন।এছাড়াও সকল সরকারী, আধা-সরকারী সায়ত্বশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও দিনব্যাপী সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আলোচনা,মুক্তিযোদ্ধা সম্মাননা, হাসপাতাল, কারাগার ও এতিমখানায় খাবার পরিবেশন, শিশুদের চিত্রাঙ্কন ও মুক্তিযুদ্ধের উপর রচনা প্রতিযোগিতা,শপথ গ্রহণ ও স্বাধীনতা যুদ্ধের উপর চলচিত্র প্রদর্শণের আয়োজন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top