সুনামগঞ্জ-৫ আসন ছাতক-দোয়ারার আরো ২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

IMG_20231215_235727.jpg

সেলিম মাহবুব, সিলেটঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫,ছাতক দোয়ারাবাজার আসন থেকে প্রতিদ্বন্ধিতা করতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। বাছাই পর্বে ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র প্রাথমিক ভাবে বাতিল করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা আইয়ুব করম আলীর মনোনয়ন পত্রও বাতিল করা হয়। তিনি দু’টি মনোনয়ন পত্র দাখিল করেন।

দলীয় মনোনয়ন তার বৈধ হয়েছে। এদিকে বিভিন্ন ত্রুটির কারণে প্রাথমিক ভাবে বাতিল হওয়া জাতীয় পার্টির (জেপি) প্রার্থী এডভোকেট মনির উদ্দিন ও কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী হাজী আব্দুল জলিলের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আপীল শুনানি শেষে বৃহস্পতিবার এ দুই প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। জেলা নির্বাচন কার্যালয় সুত্র থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top