শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনাঃ গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সাথে খুলনার দাকোপ উপজেলাতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। ১৪ ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা। প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। বক্তৃতা করেন দাকোপ থানার
অফিসার ইনচার্জ মোঃআব্দুল হক,মুক্তি যোদ্ধা মোঃ ওয়াহেদ,প্রাণীসম্পদ কর্মকর্তা বঙ্কিম চন্দ্র হালদার,কৃষি অফিসার শফিকুল ইসলাম, অধ্যক্ষ অসিম কুমার থান্দার।সভাটি সঞ্চালনা করেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। আনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং সাংবাদিক গন উপস্থিত ছিলেন।