নড়াইলে হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ

IMG_20231214_214753.jpg

খন্দকার ছদরুজ্জামান,নড়াইলঃ নড়াইল জেলার ৪ টি থানায় হারিয়ে যাওয়া ১০টি মোবাইল উদ্ধার করে তা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এসব মোবাইল উদ্ধার করে আনুষ্ঠানিক ভাবে মালিকদের নিকট হস্তানন্তর করেন। জানা গেছে,নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন এবং

ফিরোজ আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি মাধ্যমে জেলার ৪টি থানার হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে থাকেন। এরই ধারাবাহিকতায় ডিসেম্বর মাসে ১০টি হারানো মোবাইল উদ্ধার করা হয়। পরে এদিন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের স্মার্ট ফোন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী ও ফোকাল পয়েন্ট অফিসার, সিসিআইসি আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের নিকট মোবাইল হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top