ইসলামী ঐক্যজোট মনোনীত খুলনা ৪ আসনের প্রার্থী মুফতি রিয়াজ উদ্দিন খান নির্বাচনী প্রচার রুপসা দীঘলিয়া শুরু

IMG_20231214_222921.jpg

সাগর কুমার বাড়ৈই খুলনাঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোট কর্তৃক মনোনীত খুলনা ৪ আসনের প্রার্থী মুফতি রিয়াজ উদ্দিন খান তার নির্বাচনী এলাকা রুপসা দীঘলিয়া তেরখাদায় বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং সকল ধর্মের ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভার উপস্থিত হন উক্ত সভায় তিনি বক্তব্য রাখেন এবং বলেন আপনারা যদি আমাকে মনোনীত করেন, আমার ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে উক্ত নির্বাচনী এলাকাকে আমি একটি আদর্শ মডেল নির্বাচনী এলাকা হিসেবে গঠন করব, যেখানে থাকবে না কোন সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকের রাজত্ব, একটি সুষ্ঠ সমাজ গঠন হবে এবং এলাকার উন্নয়নে আমি সর্বত্র চেষ্টা অব্যাহত রাখবো অসহায় দারিদ্র ও গরিব মেহনতী মানুষের পাশে দাঁড়াবো, আমার এলাকা থেকে সকল অসুবিধা

আছে এবং যা মানুষের জন্য কল্যাণকর সেই ধরনের কাজের অব্যাহত রাখব বিশেষভাবে আমার নির্বাচনী এলাকায় যে সকল অমুসলিম ভাইয়েরা রয়েছেন তারা দেশের আমানত তাদের জানমাল সবকিছু আমার কাছে আমানত হিসেবে থাকবে , তাদের প্রয়োজনে যেকোনো সময় আমাকে কাছে পাবেন , আমি এলাকার উন্নয়নে কাজ করে যাব. অবহেলিত মজলুম শোষিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো কৃষকদের সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করব এবং কৃষি উৎপাদন পণ্যকে উচ্চমূল্যে যাতে কৃষক ন্যায্য মূল্য পায় তার ব্যবস্থা করব শ্রমিক শ্রেণী মানুষের জন্য কর্মের প্রয়োজনীয় ব্যবস্থা নিব, প্রশাসনিক প্রভাব মুক্ত বিচার ব্যবস্থা কায়েমের চেষ্টা করব ,বাংলাদেশের স্বাধীনতা ও আঞ্চলিক অখন্ডতা রক্ষা করা ইসলামী ঐক্যজোটএর অন্যতম একটি উদ্দেশ্য, এবং সর্বোপরি একজন আদর্শ প্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top