দাকোপ খুলনা প্রতি নিধি ঃ খুলনার দাকোপ উপজেলায় মহিলা বিষয়ক কার্যালয় এর উদ্যোগে উপজেলা পর্যায়ে বাল্যবিবাহ পরিস্থিতি বিশ্লেষণ এবং বাল্যবিবাহ কমাতে বার্ষিক কর্মপরিকল্পনা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ই ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় দাকোপ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ওয়াল্ড ভিষণ বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা ‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ উপজেলা নির্বাহীঅফিসার জয়দেব চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ থানা পুলিশের তদন্ত অফিসার শাহীন হোসেন,। অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিৎ রায়, প্রাথমিক শিক্ষা
অফিসার সুমন্ত পোদ্দার, চালনা এম এম কলেজ অধক্ষ্য অসিম কুমার থান্দার, চালনা বিল্লালিয়া মাদ্রাসার অধক্ষ্য অজিয়ুর রহমান, চালনা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার, , চালনা পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল, নবযাত্রা প্রকল্পের উপজেলা সম্মনয় কারী স্টিফেন হেমবরম, প্রতি নিধি মোঃ আজিজুল হক, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মুহিদুল ইসলাম ভুইঁয়া শিপন, শচীন্দ্র নাথ মন্ডল , দাকোপ উপজেলা তথ্য আপা কর্মকর্তা শারমিনা তাজনীন, পানপলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, লাউডোব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল, রুপান্তর প্রতি নিধি কল্যানী রায়, ব্রাক প্রতি নিধি বিল্লাল হোসেন,