রিপোর্টার আহসান হাবীবঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও গতিশীল করার লক্ষ্যে ৩ডিসেম্বর (রবিবার)আহ্বায়ক কমিটি গঠন করেছে উপজেলা জাতীয় পার্টি। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক নুর আহম্মদ ভূঁইয়া ও সদস্য সচিব নুর করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে হাজী ফয়েজ উল্যাহকে আহ্বায়ক ও বেলাল হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট একটি কমিটি
অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্যরা হচ্ছেন, সাহাব উদ্দিন যুগ্ম আহবায়ক, জামাল উদ্দিন যুগ্ম আহবায়ক, আব্দুল মালেক ছুট্রি যুগ্ম আহবায়ক। কমিটির সদস্য মনোনীত হয়েছেন, মোঃ শাহীন, মোঃ ইসমাইল, জাহাঙ্গীর আলম, গিয়াসউদ্দিন, মহি উদ্দিন, আমিন উল্যাহ, হানিফ, আব্দুল কাদের, ইব্রাহিম খলিল উল্যাহ, ফজর আলী, আবুল কাশেম, আব্দুল কাইয়ুম, খলিল উল্যাহ, মাওলানা আব্দুর রহমান, মোঃ অলি উদ্দিন, মোঃ ফখরুল প্রমুখ।