সেলিম মাহবুব, সিলেটঃ সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী গণ সংযোগ ব্যস্থ হয়ে পড়েছেন। নির্বাচনী মাঠ নিজের দখলে রাখতে তিনি ভোটারদের সাথে করছেন সরাসরি কুল বিনিময়। ভোটের পাল্লা ভারি করতে মনোনয়ন পত্র দাখিলের পর থেকেই শামীম চৌধুরী নির্বাচনী মাঠে নেমে পড়েছেন বলে তার সমর্থকরা জানিয়েছেন। এবং চতুর্দিক থেকে অভাবনীয় সারা পাচ্ছেন বলেও তারা জানান। শনিবার দিনব্যাপী ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় ঘরোয়া নির্বাচনী বৈঠক ও গন সংযোগ করেছেন তিনি। বিকেলে
উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারন বাজার গণ সংযোগ করেন শামীম আহমদ চৌধুরী। গণ সংযোগকালে তিনি সমর্থন, সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন ভোটার সহ সকলের কাছে। এসময় আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আরশ আলী খান ভাসানী, ফারুক রাজা চৌধুরী, শামছু খা, কবির আহমদ, তাহের আহমদ চৌধুরী, শামছুল ইসলাম, রাসেল আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।