কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এবং একশত দিনের কাজের দাবিতে বিক্ষোভ প্রদর্শন তৌফিক মোল্লার নেতৃত্বে

IMG_20231203_205231.jpg

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর গনপরিবহন ও পুরত দপ্তরের কর্মধক্ষ্য এবং মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের মাইনরিটি দলের চেয়ারম্যান তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্ছু মোল্লা র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এই মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তোলা হয়। কেন্দ্রীয় সরকারের একশত দিনের কাজ এবং গরীবের জন্য বরাদ্দ ঘর এবং গন উন্নয়ন কে থমকে দেবার প্রচেষ্টা করা হয়েছে। তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। এই গন বিক্ষোভ মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা কথা তুলে ধরেন। কেন্দ্রীয় সরকারের প্রধান নরেন্দ্র মোদির সরকার যে ভাবে পশ্চিম বাংলা র সাধারণ গরীবের কথা ভুলে গিয়ে পশ্চিম বাংলা র গন উন্নয়নের জন্য বরাদ্দ টাকা দিতে অস্বীকার করছে।

সেই সঙ্গে পশ্চিম বাংলা র রাস্তা ঘাট ও ইস্কুল কলেজ এবং গরীবের জন্য ঘর এবং বিভিন্ন স্কিমের কাজ কে বন্ধ করে দিয়েছে তার প্রতিবাদ সরূপ এই বিক্ষোভ মিছিল কর্মসূচি। আজকের এই বিক্ষোভ প্রদর্শনে নেতৃত্বে ছিলেন মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর পুরত এবং গনপরিবহন দপ্তরের কর্মধক্ষ্য এবং মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের মাইনরিটি দলের চেয়ারম্যান তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্ছু এছাড়াও বিভিন্ন অঞ্চলের তৃনমূল দলের নেতৃত্ব এবং উস্তি অঞ্চলের পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের সদস্যরা ও স্থানীয় তৃনমূল দলের নেতা ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top