নূরুল হক,মণিরামপুর যশোরঃ স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য বলেছেন, ‘সুস্থ জীবনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিহার্য। মানব জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া একটি সুস্থ স্বাভাবিক জীবন। যার মূল ভিত্তি হলো মানুষের শরীর। আর মানব শরীরকে সুস্থ রাখতে খেলাধুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা মানুষের মনের দুশ্চিন্তা লাঘব করে, সহনশীলতা বাড়ায় এবং দৈহিক পরিশ্রমের ক্ষমতা বৃদ্ধি করে। সুতরাং সুন্দর ও সুঠাম শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই।’মণিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। শুক্রবার বিকেলে গোপালপুর ভাই ভাই স্পোর্টিং কাবের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্য কাজী মাহমুদুল হাসান। ক্লাবের সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সার্বিক পরিচালনায় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের অন্যাতম নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, গোপালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম। সাবেক ইউপি চেয়ারম্যান গাজী মুহাম্মদ আলী।উপজেলার গোপালপুর স্কুল এন্ড কলেজ মাঠে আনন্দঘন পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়। গোপালপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফাইনাল খেলায় গোপালপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাব একাদশ বনাম স্মাইল স্পোর্টিং কাব নোয়াপাড়া ফুটবল একাদশ। খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে অমিমাংশিত শেষ হয়। পরে ট্রাইবেকারে গোপালপুর স্পোর্টিং ক্লাব ৪-২ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।