তারিকুল ইসলাম বাগেরহাটঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাগেরহাট জেলা আওয়ামীলীগের সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ। ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের কাছে মনোনয়ন পত্র জমা দেন। আওয়ামী লীগের পক্ষ হতে তাকে এ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, পৌরসভা মেয়র এস এম মনিরুল হক তালুকদার, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক মাহফিজুর রহমান,খান হাসিবুর রহমান, শেখ সেলিম,ওবায়দুল ইসলাম টিটু,মাহামুদুল হাসান শুভ, নেয়ামুল ইসলাম নাঈম,জাহির শেখ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ এসময় উপস্থিত ছিলেন।